Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ কচুর পাতার উপরে পানি নয়, যে ধাক্কা দিলে পড়ে যাবে: হানিফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ৫:২৫ পিএম

‘বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি বা কোনো দলের জন্য আতঙ্ক নয়।’- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ মন্তব্য করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে ভেড়ামারা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কচুর পাতার উপরে পানি নয়, যে ধাক্কা দিলে পড়ে যাবে। আমাদের শিকড় অনেক গভীরে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, মির্জা আজম এমপি, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আ. ক. ম. সরওয়ার জাহান বাদশাহ্, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হানিফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ