Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি, হল ছাড়ার নির্দেশ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ৩:০৯ পিএম | আপডেট : ৩:১৮ পিএম, ৫ নভেম্বর, ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগর হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিক, সিদ্ধান্তের বিরোধিতা করে নারী ও আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অভিমুখে মিছিল বের করেছে।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে ভিসির বাসভবন ঘেরাও করে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। গতকাল থেকে তারা ভিসির বসভবনের সামনে অবস্থান নেয়। পরে আজ বেলা ১১টার দিকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা করে।।এতে শিক্ষক, সাংবাদিক ও ছাত্রীসহ ৩৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ