Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবি ভিসিকে স্মারকলিপি

জাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০২ এএম

দুই দফা দাবিতে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রবিবার দুপুরে শিক্ষার্থীদের একটি অংশ ভিসির অফিসের কর্মকর্তাদের কাছে এই স্মারকলিপি দেন বলে জানিয়েছেন।শিক্ষার্থীদের দাবিগুলো হলো- জিপিএ কিছুটা শিথিল করা ও বিষয় ভিত্তিক শর্তাবলী কমানো।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘আমাদের জেএসসি ও এস এসসি পরীক্ষার ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফলফল নির্ধারিত হয়। ফলে বিষয় ভিত্তিক আশানুরূপ ফল পেতে ব্যার্থ হই। এই বছর জাবির আবেদনের যোগ্যতা এবং বিষয় ভিত্তিক শর্তাবলি কিছুটা বাড়ানো হয়েছে। এই কারণে আমরা অনেক শিক্ষার্থী আবেদন করতে পারছিনা।’

এর আগে গত ১৮ জুন জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশি হয়। এতে সকল অনুষদে আবেদনের জন্য জিপিএ গতবছরের তুলনায় বেশি চাওয়া হয়েছে। যার কারণে অনেক শিক্ষার্থী আবেদনের সুযোগ পাচ্ছেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি ভিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ