Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুইটার মজেছে মুশফিকদের বন্দনায়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে বাংলাদেশ। মুশফিকের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। আর এমন জয়ের পর খুদে ব্লগিং সাইট টুইটারে লাল-সবুজ জার্সিধারীরা প্রশংসার বন্যায় ভাসছেন।

বিসিসিআইয়ের (ভারতীড ক্রিকেট বোর্ড) সভাপতি সৌরভ গাঙ্গুলী দু’দলকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আলাদা করে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘দুই দলকেই ধন্যবাদ কঠিন কন্ডিশনে খেলার জন্য...। ওয়েল ডান বাংলাদেশ।’ টুইট করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই-ও, ‘দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি জিতে নিয়েছে বাংলাদেশ। ফলে তারা তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো।’

ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও মুশফিকদের প্রশংসা করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘ম্যাচ জয়ের জন্য বিসিবি টাইগারদের অভিনন্দন। দুর্দান্ত ইনিংস মুশফিকের। আমি নিশ্চিত ভারতের তরুণ খেলোয়াড়রা এখান থেকে শিক্ষা লাভ করবে এবং দৃঢ়ভাবে ফিরে আসবে।’ ক্রিকেট বিশেষজ্ঞ মোহনদাস মেনন মুশফিকের প্রশংসা করে টুইট করেছেন, ‘আমি সবসময় ভাবছি, কেন মুশফিকুর রহিম আইপিএলে নেই। এই মানুষটি এই ফরম্যাটের জন্য নিখুঁত।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টুইটার বার্তায় এই জয়কে পারফেক্ট টিম-ওয়ার্ক উল্লেখ করে লিখেছেন, ‘অভিনন্দন। মুশফিক সত্যিই দুর্দান্ত। গ্রেট এফোর্ট এবং দারুণ টিম ওয়ার্ক। আশা করি, এটা বজায় থাকবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম টুইটারে মুশফিক-মাহমুদউল্লাহদের প্রশংসা করে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশকে, বিসিসিআইয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ের জন্য। উভয় দলের জন্য খুব কঠিন ম্যাচ ছিল। দীর্ঘ প্রতীক্ষিত এই ম্যাচের মতোই সিরিজের বাকি ম্যাচগুলোতে এমন ধারাবাহিকতা থাকবে বলে আশা রাখি।’

বাংলাদেশ ক্রিকেট নিয়ে সবসময়ই ইতিবাচক মন্তব্য করা হার্শা ভোগলেও টুইট করা থেকে বাদ যাননি। তার টুইটে ফিনিশার হিসেবে মুশফিকের নতুন মাইলস্টোনে পৌঁছানোর বিষয়টি উল্লেখ আছে। হার্শা ভোগলে লিখেছেন, ‘অন্যদের তুলনায় ভারতের বিপক্ষে মুশফিকের গড় সবচেয়ে ভালো। মুশফিক আজ (রবিবার) ফিনিশার হিসেবে নতুন মাইলস্টোনে পৌঁছাতে পেরেছেন।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুশফিক

১৮ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ