Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যালয়ের দেয়ালে পোস্টার নয়

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সরকার শিক্ষাকে এগিয়ে নিতে যত পদক্ষেপ নিয়েছে, এর মধ্যে প্রশংসার দাবি রাখে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও সজ্জিতকরণ। এখন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকলেই নানা ধরনের ফুল, বিখ্যাত মানুষের ছবি, বিভিন্ন ধরনের উক্তি আপনাকে মুগ্ধ করবে। শিক্ষাক্ষেত্রে এটা ভালো এক নির্দেশনা। স্কুলের সীমানা প্রাচীর ও তোরণের মডেলেও এসেছে ভিন্নতর সৌন্দর্য। কিন্তু রাজনৈতিক ব্যানার-পোস্টারের জায়গা যেন সব সুন্দরকে ঢেকে দিচ্ছে। স্কুলের সীমানা প্রাচীর ও তোরণের আশপাশ ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মুখভাগ থাকবে বৃক্ষশোভিত, শিক্ষার মূলমন্ত্রসমৃদ্ধ, দেশনায়কদের দৃষ্টান্তের উদাহরণসমৃদ্ধ শিক্ষাময় পরিবেশ। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, সব শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়াল ও তোরণ থেকে এ ধরনের ব্যানার-পোস্টার তুলে দিতে দ্রæত পদক্ষেপ নেওয়া হোক।
সাঈদ চৌধুরী
শ্রীপুর, গাজীপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন