Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে সনি সিনেমা হল ভাড়া নিয়ে সিনেপ্লেক্স করছে স্টার সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সম্প্রতি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও সনি সিনেমা হল মালিকদের মধ্যে এক চুক্তি স্বাক্ষর সপন্ন হয়। চুক্তির মূল লক্ষ্য মিরপুরের ঐতিহ্যবাহী সনি সিনেমা হল ১৫ বছরের জন্য ভাড়া নিচ্ছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, তিনটি স্ক্রিনে আগামী আগস্ট মাস থেকে চালু হবে স্টার সিনেপ্লেক্স সনি। সনি সিনেমা হলের মালিক মোহাম্মদ হোসেন বলেন, আধুনিক মাল্টিপ্লেক্স নির্মাণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। আধুনিক চাহিদাকে প্রাধান্য দিয়ে সেখানে গড়ে তোলা হচ্ছে স্টার সিনেপ্লেক্স সনি। এছাড়া সিনেপ্লেক্সে পরিবেশ উন্নত করতে দেশের নামীদামী পোশাকের ব্যান্ড, খাবার ব্রান্ডের দোকান, জিম সেন্টার, শিশুদের বিনোদন কেন্দ্র রেখে সনি স্কয়ার ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে। চুক্তি অনুষ্ঠানে স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবুর রহমান রুহেল দেশের প্রতিটি শপিং মলে সিনেপ্লেক্স বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, দেশে যত মাল্টিপ্লেক্স সিনেমা হল হবে, নির্মাতারা ততো ভালো সিনেমা নির্মাণ করবে। কোনো সিনেমা যদি এক হাজার স্ক্রিনে মুক্তি দেয়া যায় তবে সাফল্য আসবে। এতে করে সিনেমা শিল্প আরও উন্নত হবে। তিনি বলেন, রিয়েল স্টেটে মূল্য দিনদিন বাড়ছে। ফলে চাইলেই সবখানে মাল্টিপ্লেক্স নির্মাণ করে ব্যবসা করা যায় না। বসুন্ধরা শপিং মলে আগে থেকে নির্ধারণ করা থাকায় এখানে সিনেপ্লেক্স চালানো সম্ভব হচ্ছে। এখানে ভাড়াটাও সাধ্যের মধ্যে দেয়া যায়। তাই বাংলাদেশে যেখানে শপিং মল হোক না কেন সেখানে মাল্টিপ্লেক্সের জন্য জায়গা রাখা প্রয়োজন। তিনি বলেন, স্টার সিনেপ্লেক্স সনি হবে মিরপুর বাসীর গর্ব। যেখানে অত্যাধুনিক সুবিধা রেখে ৩টি স্ক্রিনে ৭০০ আসনে মাল্টিপ্লেক্স নির্মিত হচ্ছে। যুব সমাজকে সঠিক পথে রাখলে হলে বিনোদনের বিকল্প নেই। বিনোদনের সুব্যবস্থা থাকলে দেশে মাদক, জঙ্গিবাদ কমে যাবে। বিনোদনের ব্যবস্থা অক্ষুণè রাখা সবার সামাজিক দায়িত্ব। তিনি জানান, সারাদেশে ১০০ সিনেপ্লেক্স নির্মাণের চ্যালেঞ্জ নিয়েছে স্টার সিনেপ্লেক্স। এ বছরই ২০ টি সিনেপ্লেক্স চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ধানমন্ডির সীমান্ত সম্ভাবের পর মিরপুর, মহাখালী, উত্তরা, কক্সবাজারের সিনেপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে। আগামী ৫ বছরের মধ্যে দেশের গুতুত্বপূর্ণ স্থানে একযোগে ১০০ সিনেপ্লেক্স চালু রাখবে সিনেপ্লেক্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টার সিনেপ্লেক্স


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ