Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা প্রযুক্তিতে তৈরি শত শত ড্রোন বন্ধ করল আমেরিকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ২:৩৭ পিএম

চীনা প্রযুক্তি দিয়ে তৈরি হওয়া কয়েকশ ড্রোনের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এই ড্রোনের কারণে বিঘিœত হতে পারে। আর সেই কারণে চীনের তৈরি কয়েকশ ড্রোনকে উড়তে দেওয়া হয়নি। প্রযুক্তি ক্ষেত্রে যখন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ভয়ঙ্কর টানাপড়েন চলছে তখন এমন সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ।
মার্কিন স্বরাষ্ট্রবিভাগের ঘোষণায় বলা হয়েছে, তাদের চালকহীন বিমান বহরে চীনে তৈরি কিংবা চীনের কোনও যন্ত্রাংশ রয়েছে এমন সব ড্রোনকে আকাশে উড়তে দেওয়া হবে না। চালকহীন বিমান সংক্রান্ত পর্যালোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়ার কথাও ঘোষণা করা হয়।
পাশাপাশি আরও জানানো হয়েছে যে, কিছু কিছু ক্ষেত্রে চালকহীন বিমানকে উড়তে না দেওয়ার সিদ্ধান্ত তাৎক্ষণিক ভাবে বাস্তবায়ন করা হবে না। এতে বলা হয়েছে, উদ্ধার বা আগুন নেভানোর মতো জরুরি কাজে বর্তমানে ব্যবহৃত ড্রোন এ সিদ্ধান্তের আওতায় আসবে না।
গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল সে সময়ে মার্কিন স্বরাষ্ট্র বিভাগের আওতায় ৫৩১টি ড্রোন ছিল। কিন্তু মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই বিভাগের ড্রোন কর্মসূচির সঙ্গে পরিচিত একটি সূত্রকে কোট করে মার্কিন সংবাদসংস্থা এপি জানায়, বর্তমানে স্বরাষ্ট্রবিভাগের কাছে ৮১০ চালকহীন বিমানের একটি বিশাল ভান্ডার রয়েছে। এর মধ্যে মাত্র ২৪টি আমেরিকায় তৈরি। অবশ্য এসব ড্রোনেও চীনের তৈরি যন্ত্রাংশ রয়েছে বলে উল্লেখ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমেরিকা

১৪ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ