Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে পাপ পুণ্য

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ১২:০৩ এএম

আজ উত্তর আমেরিকার ১১২ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের নতুন সিনেমা ‘পাপ পুণ্য। বাংলাদেশের কোনো সিনেমা উত্তর আমেরিকায় একসঙ্গে এত হলে মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। সম্প্রতি হলগুলোর তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ার ক্রো। সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, এটি বাংলাদেশী চলচ্চিত্র শুভমুক্তির ক্ষেত্রে একটি ইতিহাস। এ উদ্যোগের মাধ্যমে কানাডা ও আমেরিকার ১২ লাখ বাংলাদেশি চাইলেই কাছের থিয়েটারে দেশের সিনেমা উপভোগ করতে পারবেন। স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব মনে করেন, বাংলাদেশের সিনেমার ইতিহাসে এটি যে একটি যুগান্তকারী ঘটনা। আন্তর্জাতিক বক্স অফিসে ভারতীয় সিনেমার যে দাপট, তার শুরুটা হয়েছিল অধিকসংখ্যক থিয়েটারে অধিক মানুষের কাছে সিনেমা নিয়ে যাওয়ার মধ্য দিয়ে। ‘পাপ পুণ্য’ মুক্তি পাচ্ছে এক যোগে কানাডার ৫টি প্রভিন্সের ৮টি শহর এবং আমেরিকার ২৫টি স্টেটের ১০০ এর বেশি শহরে। এ সিনেমায় অভিনয় করেছেন আফসানা মিমি, সিয়াম আহমেদ, নবাগত সুমি প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, শিগগির দেশের প্রেক্ষাগৃহের তালিকাও প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে পাপ পুণ্য
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ