Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী ঈদে গলুই মুক্তি পাবে আমেরিকায়

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ১২:০১ এএম

গত ঈদুল ফিতরে মুক্তি পায় এস এ হক অলিক পরিচালিত সিনেমা গলুই। এবার সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে আমেরিকায়। আগামী ৮ জুলাই থেকে উত্তর আমেরিকায় ২৪টি স্টেটের ৫৮টি সিটিতে ১০০-এর অধিক সিনেমা হলে চলবে সিনেমাটি। এর পরিবেশনায় রয়েছে বায়োস্কোপ ফিল্মস। অলিক জানান, দেশে মুক্তির পর গলুই নিয়ে দর্শকের বেশ সাড়া পাই। সিনেমাটি দর্শক দারুণভাবে গ্রহণ করে। এবার আমেরিকা প্রবাসী বাংলাদেশী দর্শকের জন্য আগামী ঈদে সিনেমাটি মুক্তি দেয়া হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি, প্রবাসীরা এ সিনেমার মাধ্যমে আমাদের দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। উল্লেখ্য, গলুই সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরি। এছাড়াও রয়েছেন আলি রাজ, আজিজুল হাকিমসহ আরও অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগামী ঈদে গলুই মুক্তি পাবে আমেরিকায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ