ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানের জন্য মহামান্য আচার্যের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
শনিবার (০২ নভেম্বর) এক প্রেসনোটে এই তথ্য জানানো হয়। প্রেস নোটটিতে সাক্ষর করেন শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক।
এতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় জাবি শিক্ষক সমিতি উদ্বিগ্ন।
গত ২৮ অক্টোবর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিরসনে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। উক্ত কমিটি 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ও 'অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর' এবং উপাচার্যের সঙ্গে আলোচনা করে। সকল পক্ষ বর্তমান সংকট নিরসনে মহামান্য আচার্যের হস্তক্ষেপের ব্যাপারে মত প্রকাশ করেন।
তাই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সার্বিক অবস্থা উন্নয়নে আচার্যের কাছে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।