পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
হয়তো কোথাও আগুন লেগেছে। আমরা কৌতূহল নিয়ে আগুন দেখতে যাই। এমন কিছু ঘটনা দেখা গেছে, অগ্নিনির্বাপণের সুযোগ সৃষ্টি করে না দিয়ে অগ্নিদগ্ধ মানুষের আর্তনাদ উপভোগ করছে হাজার হাজার মানুষ। সঙ্গে সঙ্গে এটাও দেখা যায়, অনেকে রয়েছেন, যারা সেলফি তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই লোকগুলোর জন্য অগ্নিনির্বাপকদের হিমশিম খেতে দেখা যায়। কী মর্মান্তিক এই ব্যাপারগুলো। দিন দিন যেন আমরা বিবেক-বুদ্ধি বিসর্জন দিতে চলেছি। যারা এই করুণ দৃশ্যগুলোর সঙ্গে সেলফি তোলে বেশি লাইক আর কমেন্টস পাওয়ার জন্য ফেসবুকে আপলোড করেন, তাদের মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। তাদের ভাবতে হবে, সেলফি তোলার কারণে আগুনের লেলিহান শিখায় তার কোনো আত্মীয় বিপদের সম্মুখীন হচ্ছে কি-না। আমি তাদের অনুরোধ জানাব, এ ধরনের করুণ ঘটনার সময় আপনারা সেবকের ভূমিকা পালন করুন।
রূপম চক্রবর্ত্তী
পূর্ব নলুয়া, চট্টগ্রাম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।