Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুল বুঝাবুঝিতে জাতীয় দাবার খেলা পন্ড!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ৭:৫০ পিএম

ভুল বুঝাবুঝিতে পন্ড হলো জাতীয় দাবা প্রতিযোগিতার প্রথমদিনের খেলা। এ আসরের খেলা শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হওয়ার কথা থাকলেও বেঁকে বসেন দাবাড়–রা। ফলে শুরু করা সম্ভব হয়নি প্রতিযোগিতা। জানা গেছে, ১০ রাউন্ড সুইসি লিগ পদ্ধতিতে খেলা হবে-এমন তথ্য দিয়ে ফেডারেশন জাতীয় দাবায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের চিঠি দিয়েছিল। সে মোতাবেক শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দাবাড়–রাও হাজিরও ছিলেন। কিন্তু দেশের দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আবদুল্লাহ আল রাকীব জানতেন খেলা হবে ১১ রাউন্ডের। কিন্তু ভেন্যুতে এসে তারা জানতে পারেন ১০ রাউন্ডের খেলা হবে। এই ভুল বুঝাবুঝিতেই বেঁকে বসেন দুই গ্র্যান্ডমাস্টার। তারা খেলতে অপারগতা জানান। তাদের সঙ্গে অন্যরাও খেলা থেকে বিরত থাকেন। অনেকটা ধর্মঘটের মতোই। পরে অবশ্য সব ঠিক হয়ে গেছে-এমনটাই দাবী আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের। তিনি বলেন, ‘ঠিক ধর্মঘট বলা যাবে না। একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। এখন ঠিক হয়ে গেছে।’ শাকিল যোগ করেন, ‘চিঠিতে উল্লেখ ছিল ১০ রাউন্ডের খেলা হবে। অথচ ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম ভাই নাকি রাজীব ও রাকীবকে ফোনে বলেছিলেন ১১ রাউন্ডের খেলার কথা। আসলে শামীম ভাই চট্টগ্রামে সদ্য সমাপ্ত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকায় হয়তো বিষয়টি খেয়াল করেননি। তাই আজ (শুক্রবার) আর খেলা হয়নি। না খেলে আমরা দাবাড়–রা ভেন্যুতেই একটি সভা করেছি। সব ঠিক আছে। শনিবার থেকে শুরু হবে জাতীয় দাবা প্রতিযোগিতার খেলা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবা

৮ জানুয়ারি, ২০১৯
২৩ অক্টোবর, ২০১৮
১৫ সেপ্টেম্বর, ২০১৮
২ জুন, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ