Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব দাবা অলিম্পিয়াড বাংলাদেশ পুরুষ ৭৬ ও মহিলা দল ৭৭তম

প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বিশ্ব দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগে ১৮০টির মধ্যে বাংলাদেশ পুরুষ দল ৭৬তমস্থান পেয়েছে। অন্যদিকে ১৪২টি দলের মধ্যে লাল-সবুজের মহিলা দল পেয়েছে ৭৭তমস্থান। পুরুষ ওপেন বিভাগে ১১ ম্যাচে ১১ ম্যাচ পয়েন্ট ও ২৬.৫ গেম পয়েন্ট এবং মহিলা বিভাগে ১০ ম্যাচ পয়েন্ট ও ২২.৫ গেম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার অনুষ্ঠিত একাদশ বা শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ পুরুষ দল ওপেন বিভাগে কাতারের কাছে ১.৫-২.৫ পয়েন্টে এবং মহিলা দল ১.৫-২.৫ পয়েন্টে কিরগিজিস্তানের কাছে হেরে যায়। ওপেন বিভাগে কাতারের বিপক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন কাতারের গানেম আল সামারিকে হারান। এবং গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব গ্র্যান্ড মাস্টার আল সাইদ মোহাম্মদের সঙ্গে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ভাল অবস্থান পেয়েও দূর্ভাগ্যজনক ভাবে গ্র্যান্ড মাস্টার আল মোদিয়াকি মোহাম্মদের কাছে এবং গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান আন্তর্জাতিক মাস্টার নিজাদ হোসেন আজিজের কাছে হার মানেন। মহিলা বিভাগের খেলায় শারমীন সুলতানা শিরিন কিরগিজিস্থানের ওমুরবেকোভা দিয়ানাকে হারান। তবে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ জাইরবেক কিজি বেগিমাইয়ের বিপক্ষে ড্র করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা সামাগানোভা আলেকজান্দ্রার কাছে এবং মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা আলিমবাই কিজি আইজানের কাছে হেরে যান। এবারের বিশ্ব দাবা অলিম্পিয়াডে রেকর্ড সংখ্যক ১৭৫টি দেশ ও ৪টি সংগঠনের ১৮০ দল ওপেন বিভাগে এবং ১৪২টি দল মহিলা বিভাগে অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব দাবা অলিম্পিয়াড বাংলাদেশ পুরুষ ৭৬ ও মহিলা দল ৭৭তম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ