Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীনগরে বাংলাদেশ ক্রাইম রিপোটার্স সোসাইটির চেয়ারম্যান গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ৪:৫৮ পিএম

মুন্সীগঞ্জ শ্রীনগরে বাংলাদেশ ক্রাইম রিপোটার্স সোসাইটির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত কাল ৩০ অক্টোবর বুধবার রাত ৯ টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকা থেকে বাছেরের ছেলে মোয়াজ্জেম হোসেন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানাযায়, শ্রীনগর উপজেলা ও মুন্সীগঞ্জসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ ক্রাইম রিপোটার্সের সোসাইটির একাধিক সাইনবোর্ড ও শাখা রয়েছে। প্রতিটি সাইনবোর্ডে লিখা রয়েছে অপরাধ,দুর্নীতি, ভূমিদস্যু,চাঁদাবাজি প্রতিরোধ করুন,র‌্যাব,পুলিশ,গোয়েন্দা সংস্থাসহ আমাদেরকে অবহিত করুন। মোয়াজ্জেম হোসেন দীর্ঘ দিন ধরে ওই সংগঠনের চেয়ারম্যান হিসেবে নিজেকে পরিচয়দিয়ে আসছেন। পুলিশ সূত্রে জানা-যায়, মোয়াজ্জেম হোসেন সিএনজি ও অটোরিক্সা চুরি মামলার ওয়ারেন্ট ভূক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশের এ.এস.আই কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, গ্রেফতার কৃত আসামীর মোয়াজ্জেম ৬টি ওয়ারেন্টসহ ২ বছরের সাজা প্রাপ্ত আসামী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ