Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাৎ: টেকনাফে চেয়ারম্যান আটক

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ৩:৫০ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দীন ও সাবেক সচিব রিয়াজুল হককে আটক করেছে দুদক।

ইউপি মেম্বারদের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার বেলা ১১টায় কক্সবাজার শহরের কলাতলী থেকে দুদকের একটি দল তাদের আটক করে।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের চট্টগ্রাম বিভাগী উপসহকারী পরিচালক রিয়াজ উদ্দীন।

দুদক জানায়, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তৎকালীন সচিব রিয়াজুল হক যোগসাজশ করে ইউনিয়নের ১২ ওয়ার্ডের ১২ সদস্যের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ ৫১ হাজার টাকা আত্মাসাৎ করেন।

এ অভিযোগ পেয়ে তদন্ত করে দুদক। তদন্তে অর্থ আত্মসাতের সত্যতা পেয়ে দুদকের চট্টগ্রাম বিভাগীয় উপসহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ