Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চাচা-ভাতিজার

সাদুল্লাপুর (গাইবান্ধা) উপজেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ১০:৪০ এএম | আপডেট : ১২:০৭ পিএম, ৩১ অক্টোবর, ২০১৯

গাইবান্ধার সাদুল্যাহপুর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আইজল মিয়া (৪০) ও ভাতিজা উজ্জ্বল মিয়ার (১৮)। এ ঘটনায় আহত হয়েছেন হারুন (৩৫) নামে আরও এক যুবক।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর গ্রামে কাতলামারী বিলে এ ঘটনা ঘটে।

নিহত আইজল মিয়া ওই ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের মৃত্যু ছফুর উদ্দিনের ছেলে ও উজ্জ্বল মিয়া একই গ্রামের দুলাল মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সাদুল্যাহপুর থানার ওসি মাসুদ রানা জানান, আইজল ও উজ্জ্বলসহ স্থানীয় কয়েকজন রাতে বাড়ির পাশে কাতলার বিলে মাছ ধরতে যান। এ সময় বিলের পাশে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শে আইজল ও উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন হারুন মিয়া।

নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হারুনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ