পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মো. আফজালের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। ক্যাসিনো কান্ডে গ্রেফতার তথা সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন দুর্নীতিবাজদের অবৈধ সম্পদের খোঁজ করা হচ্ছে। এই তালিকায় সামীম মো. আফজালের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। গোয়েন্দা সংস্থাসমূহের প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে নামে বেনামে অঢেল সম্পদের তথ্য পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। অতপর তার ব্যাংক হিসেব তলব করা হয়।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রেরিত পত্রে সামীম মো. আফজাল পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-মৃত আমেনা খাতুন, জাতীয় পরিচয় পত্র নং:- ১৯৫৭২৬৯৫০৪২৭৮৪৫৩১, জন্ম তারিখ:- ৩১/১২/১৯৫৭, পাসপোর্ট নং:- বিজি ০০০৯৭৬০ এর ব্যাংক হিসাব এবং একাউন্ট খোলার তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তারিত বিবরণ চেয়ে সব কয়টি তফসিলি ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পত্র প্রেরণ করা হয়। সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা সামীম মো. আফজাল গত ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। চাকরির বয়স শেষে ২ দফায় তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান।
উল্লেখ সামীম মো. আফজালের বিরুদ্ধে অভিযোগ উঠে ইফার ডিজি হিসেবে ২০০৯ সালে যোগদানের পর স্বজনপ্রীতি করে তার নিকট আত্মীয়দের অন্তত ৫০ জনকে ইফার বিভিন্ন গুরুত্বপূর্ন পদে চাকরি দেন। তাছাড়া ইফার বিভিন্ন প্রকল্পের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা কারণে তার বিরুদ্ধে ইফার কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করলে তিনি সংবাদপত্রের শিরোনাম হন। তার অপকর্ম নিয়ে দেশি-বিদেশেী মিডিয়ায় প্রচুর লেখালেখি হয়। ওই সব প্রতিবেদনে সামীম মো.আফজালের ব্যাপক দুর্নীতির চিত্র উঠে আসে। তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলেই উপর মহলকে ম্যানেজ করে স্বপদেই বহাল থাকেন। এমনকি ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে বিরোধে জড়ালে তাকে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ধর্ম মন্ত্রণালয় থেকে শোকজ করা হয়েছিল। কিন্তু তিনি এখনো ডিজি পদ ধরে রেখেছেন। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।