পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর জন্য মার্কিন কূটনীতিকরা যে অভ্যন্তরীণ দলিলে সই করেছেন তা একটি গুরুত্বপূর্ণ বিবৃতি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কোপেনহেগেন সফরত জন কেরি গত শুক্রবার বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিবৃতি এবং এর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। দেশে ফিরে গিয়ে তিনি এই বিষয়ে কূটনৈতিকদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি। বাশার আসাদ সরকারের ওপর সামরিক হামলা চালানোর আহ্বান জানিয়ে ৫১ জন কূটনীতিক অভ্যন্তরীণ একটি দলিলে সই করেছেন বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। গোপন দলিলে সই করা কর্মকর্তারা মার্কিন সরকারকে বিভিন্ন সময় সিরিয়া ইস্যুতে পরামর্শ দিয়ে থাকেন। ওই দলিলে বলা হয়েছে, আসাদকে থামাতে ব্যর্থ হলে আইএসের মত উগ্র গোষ্ঠীর আবেদনই কেবল বাড়বে যদিও তারা এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রে কৌশলগত বিপর্যয়ের মধ্যে রয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ঐকমত্যের সরকার গঠনের ধারণা মেনে নিতে জন কেরি এতদিন যাবৎ যে দাবি জানিয়ে আসছেন তা মার্কিন কূটনৈতিকদের আহ্বানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। জন কেরি প্রেসিডেন্ট বারাক ওবামাকে সতর্ক করে বলেছেন, আসাদের ওপর এখনই যদি অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় তাহলে তিনি কেবল তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। রেডিও তেহরান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।