Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জের বন্দরে মেয়ের অভিযোগে বাবা গ্রেফতার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ৭:১২ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে নিজের ঔরসজাত কন্যাকে যৌন হয়রানির অভিযোগে মুসলিম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিজের তরুণী মেয়ের দায়েরকৃত মামলায় পুলিশ বুধবার সকালে ওই ব্যক্তিকে বন্দর কলাবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো বন্দর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতার মুসলিম বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার মৃত রিয়া চাঁনের ছেলে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন, ঘটনাটি ন্যাক্কারজনক এবং ঘৃনিত। গত এক বছর ধরে গ্রেফতারকৃত ব্যক্তি তার নিজ ঔরসজাত মেয়ের সঙ্গে জোরপূর্বক অনৈতিক সর্ম্পক গড়ে তোলে। মেয়েটির মা গার্মেন্ট কর্মী। সে কাজে চলে যাওয়ার পর ওই ব্যক্তি নিজের কন্যার সঙ্গে জোরপূর্বক অনৈতিক কাজে লিপ্ত হতো। বিষয়টি এতদিন মেয়েটি লোকলজ্জার ভয়ে চুপ ছিল। কিন্তু গত ১০ জুলাই রাতে আবারও একই ধরণের ঘটনা ঘটলে মেয়েটি ঘটনাটি তার মাকে অবহিত করে। ঘটনা জানার পর মেয়ের মা মেয়েকে নিয়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। কিন্তু ওই ব্যক্তি তাদের ফিরিয়ে আনতে প্রচন্ড চাপ সৃষ্টি করে। উপায় না দেখে মেয়ের মা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ঘটনাটি জানায়। তাদের সহায়তায় মঙ্গলবার রাতে মেয়েটি নিজেই বাদি হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ বুধবার সকালে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত মুসলিম ভবঘুরে স্বভাবের। সে কোন কাজ করে না। বেশ কয়েকটি বিয়ে করেছে সে। তবে এ সংসারে তার একটিই মেয়ে। বুধবার দুপুরে মেয়েটি নারায়ণগঞ্জ আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ