Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী সীমান্তে চার মাসে ১৩ নাইজেরিয়ান গ্রেপ্তার

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ৫:৫১ পিএম

ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় তিন জন নাইজেরিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাতে উপজেলার খেজুরিয়া সীমান্ত ফাঁড়ির (বিওপি) জোয়ানরা আমজাদ হাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন হাড়িপুস্করনী গ্রাম এলাকায় টহল দেওয়ার সময় তিন জন বিদেশী নাগরিককে দেখতে পেয়ে গ্রেপ্তার করেন। এ ঘটনায় গত শুক্রবার দুপুরে তাঁরা তিন ও অজ্ঞাত চারজনের বিরুদ্ধে বিজিবির খাজুরিয়া সীমান্ত চৌকির একজন নায়েক বাদী হয়ে বিদেশী নাগরিক সম্পর্কিত আইনে ফুলগাজী থানায় মামলা দায়ের করেন। এ নিয়ে গত চার মাসে ফেনীর ফুলগাজী ও পরশুরাম সীমান্ত দিয়ে পারাপারের সময় ১৩ জন নাইরেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা।গ্রেপ্তার নাইজেরিয়ান নাগরিকরা হলেন সানডে ইবোনাদি এডুইন (২৮), কিংসে চিনেডু নাওকোরি (৩০) ও লোটানা সামুইল অ্যানিকা (৩৪)।বিজিবি সুত্র জানায়, ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় তিন নাইজেরিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রাতেই তাঁদেরকে ফুলগাজী থানা পুলিশে হস্তান্তর করা হয়।গ্রেপ্তারকৃত নাইজেরিয়ান নাগরিকদের নিকট কোন প্রকার ভারতীয় ভিসা বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এবং আটক একজন নাইজেরিয়ান নাগরিকের নিকট কোন পাসপোর্টও পাওয়া যায়নি। তবে তাঁদের কাছে ১৩ হাজার ভারতীয় রুপি, ১০০ ইউএস ডলার, একটি ল্যাবটব ও দুইটি মোবাইল এবং আনুষঙ্গিক অন্যান্য ব্যবহার্য মালামাল পাওয়া গেছে।ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে তাঁরা তিনজন নাইজেরীয় নাগরিক হিসেবে পরিচয় দেন। তাঁরা জানান, স্থানীয় বাংলাদেশি নাগরিকের সহযোগীতায় তাঁরা অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁদেও আটকের সময় বাংলাদেশি সহযোগীরা পালিয়ে যায়।তিনি জানান, তাঁদের তিন জন ও অপর চার সহযোগির বিরুদ্ধে বিদেশী নাগরিক সম্পর্কিত আইনে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার তিন নাইজেরিয়ানকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দিন বিজিবি সদস্যদের হাতে তিন নাইজেরিয়ান নাগরিক গ্রেপ্তার ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তাঁদেরকে ফেনীর বিচারিক হাকিম আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।বিজিবি ও পুলিশ জানায়, এর আগে চলতি বছর গত ২৮ আগষ্ট পরশুরাম সীমান্তে ভারত যাওয়ার সময় তিনজন, ৩ আগষ্ট ভারত হয়ে বাংলাদেশে ঢোকার পথে পরশুরাম সীমান্তে একজনকে আটক, ২০১৮ সালের ১৮ নভেম্বর তিনজনকে পরশুরামের উপজেলার নিজ কালিকাপুর এলাকা দিয়ে মুহুরী নদী অতিক্রম করে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত যাওয়ার সময় বিজিবি সদস্যরা গ্রেপ্তার করে।২০১৬ সালের ১২ আগষ্ট পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের তুলাতলী এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত যাওয়ার সময় বিজিবি সদস্যরা তিনজন নাইজেরিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ