Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর রূপনগরে ভয়াবহ বিস্ফোরণ : নিহত ৫

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ৪:২৮ পিএম

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু নিহত হয়েছে।বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন, তাদের মধ্যে ১২জনই শিশু।আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

জানা গেছে, বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ৫ শিশু হলো-নুপুর, জান্নাত, রিয়া মনি, শাহিন ও রমজান। তাদের বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে। আহতদের কয়েকজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।কয়েকজন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

জরুরি সেবা ৯৯৯ ও পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে ফোন পেয়েই ঢাকা মহানগর অ্যামুলেন্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা ঘটনাস্থলের বর্ণনায় বলেন, কারও হাত নেই, কারও পা নেই, কারও নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। কারও চেহারা ঝলছে গেছে। ছোপ ছোপ কালচে তাজা রক্ত রাস্তায় গড়াচ্ছে। আনুমানিক ৬-১৪ বছর বয়সী ১০-১২ জন ক্ষুদে শিশু মাটিতে লুটিয়ে পড়েছিল। উফ! বীভৎস ও মর্মান্তিক সেই দৃশ্য দেখে বুক আঁতকে ওঠে।

প্রত্যক্ষদর্শী একজন জানান, রূপনগরের ১১ নম্বর রোডে প্রকাশ্যে ৩টি সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরে বিক্রি করছিলেন এক বিক্রেতা।বিস্ফোরণের সময় বেশ কয়েকজন শিশু বেলুন কিনছিলো। এমনসময় হঠাৎ করে একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে শিশুদের শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়।বেলুন বিক্রেতাও নিহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শী। তবে অপর একজন জানান, আহত অবস্থায় দৌড়ে পালিয়ে গেছেন বেলুন বিক্রেতা। 

রূপনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রূপনগরের ১১ নম্বর রোডে মনিপুর স্কুলের পাশে এ ঘটনা ঘটে। 

বিস্ফোরণের খবরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ