Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরলে দেয়াল কেটে এক মোবাইলের দোকানের প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ৪:৫৮ পিএম

দিনাজপুরের বিরলে নৈশপ্রহরী থাকা স্বত্ত্বেও এবার মোবাইল ফোন বিক্রেতার দোকানে দূর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা রাতের আঁধারে পৌরশহরের ফিরোজা মার্কেটের মা টেলিকম এর দোকানের পাকা দেয়াল কেটে প্রায় ৩ লক্ষাধিক টাকার মোবাইল ফোন ও সরঞ্জাম চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন দোকান মালিক মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে দোকানে তালা দিয়ে তিনি বাড়ী চলে যান। মঙ্গলবার সকালে দোকানে এসে তিনি দেখেন মোবাইল সীম নিবন্ধনের বায়োমেট্রিক মেশিন, বিক্রির জন্য রাখা মোবাইল ফোন সেট, মেমোরী, চার্জার ও ব্যাটারীসহ নগদ টাকাগুলো চুরি হয়ে গেছে। চোরেরা সোমবার দিবাগত রাতের যে কোন সময় দোকানের পাকা দেয়াল কেটে এ চুরি সংঘঠিত করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নৈশপ্রহরী মমতাজ উদ্দীনের নিকট দোকানের মালিক মোস্তাফিজুর রহমান জানতে চাইলে রাতে কোন শব্দ শোনা যায়নি এবং কখন চুরির ঘটনা ঘটছে বলে তিনি কিছুই জানেন না বলে জানালে বিষয়টি থানায় অবগত করা হয়।
বিরল থানার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, মামালার প্রস্তুতি চলছে। দ্রুত তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ