পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
গত এক মাস আগেও যেখানে কেজি প্রতি পেঁয়াজের দাম ছিল ২০-২৫ টাকা, সেখানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০-১২০ টাকা। গত এক মাসে পেঁয়াজের দাম চারগুণ হয়েছে বাংলাদেশে। এসবই হয়েছে ভারত কয়েক দফায় পেঁয়াজ রফতানিতে বিধিনিষেধ আরোপ করার পর। এটাকে ফায়দা হিসেবে লুটছে এ দেশের কিছু অসাধু মজুদদার, মুনাফাখোর ও ফটকাবাজ ব্যবসায়ী। এই দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে তাদের মতো সমাজের মুষ্টিমেয় সুবিধাভোগী ও বিত্তবান মহল ছাড়া বাকি সবাই জর্জরিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পেঁয়াজের মূল্যবৃদ্ধি রোধে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বললেও বাস্তবে এর কোনো প্রতিফলন নেই বাজারে। প্রতি মুহূর্তে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। হঠাৎ করে পেঁয়াজের এই মূল্যবৃদ্ধিতে ভোগান্তিতে পড়ছে স্বল্প আয়ের সাধারণ মানুষ। সরকারের উচিত, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণগুলো খুঁজে বের করা এবং তা রোধের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
আয়ান নুহা আলামিন
শিক্ষার্থী,ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।