Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক ব্যবস্থাপনা সুশৃঙ্খল হোক

| প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

সীমিত জায়গা ও সড়কের মধ্যেও যদি সঠিক পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়ন থাকে, তবে রাজধানীকে গতিশীল করা যে অসম্ভব নয়, তা নগরবিদরা বহুভাবে বলেছেন। শুধু ফুটপাত দখলমুক্ত এবং সড়কে যানবাহন চলাচল সুশৃঙ্খল করা গেলে সমস্যার অনেকখানি সমাধান সম্ভব। দুঃখের বিষয়, সংশ্নিষ্ট কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এমন মনোভাব- যেভাবে চলছে চলতে থাকুক, আমাদের কোনো দায়িত্ব নেই। আমাদের দায়িত্ব, কীভাবে জনগণের কাছ থেকে অর্থ আদায় করা যায়। রাজধানীর বর্তমান চিত্র দেখলে যে কেউ তাদের এই মনোভাব বুঝতে পারবে। কথা হচ্ছে, রাজধানীর এই বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা আর চলতে দেওয়া যায় না। এ ক্ষেত্রে সিটি করপোরেশনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় হতে হবে। কারণ জনগণের ট্যাক্সের অর্থে তাদের গড়ে তোলা হয়েছে জনগণের সেবার জন্য। সমস্যার সমাধান না করে ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য নয়। আশা করব, সিটি করপোরেশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হবে।
শুভ্র ঘোষ
নতুন বাজার, কলকলিয়াপাড়া, মাগুরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন