Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের তেলখনিতে বিস্ফোরণে অন্তত ৫ বিশেষজ্ঞ নিহত, নিখোঁজ ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ৫:৪৬ পিএম

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সাংঝি প্রদেশে একটি তেলখনিতে পরীক্ষাযন্ত্রবাহী গাড়ি বিস্ফোরণে অন্তত ৫ বিশেষজ্ঞ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩ ব্যক্তি। 

সোমবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রোববার (২৭ অক্টোবর) প্রদেশের ইয়ানচ্যাং অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
স্থানীয় প্রচার বিভাগের বিবৃতিতে বলা হয়, রোববার ইয়ানচ্যাংয়ের ওই খনিপ্রকল্পে দুটি কূপের ভেদ্যতা পরীক্ষা করছিল হুনানভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। পরীক্ষা-নিরীক্ষা শেষে যখন বিশেষজ্ঞরা ফিরে যাচ্ছিলেন, সে সময় পরীক্ষাযন্ত্রবাহী একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত ও ৫ জন আহত হন। এতে নিখোঁজ হন ৩ জন। কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এখন পর্যন্ত তা অস্পষ্ট।
আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া নিখোঁজদের অনুসন্ধানে চলছে অভিযান। এ ঘটনায় এরই মাঝে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে খবরে জানানো হয়।
এই ঘটনায় দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এখনো তা অস্পষ্ট। এরই মধ্যে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ