মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের আহমদিয়া সম্প্রদায়ের ৭০ বছর পুরনো একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের পুলিশ। সম্প্রদায়টির মুখপাত্র জানিয়েছেন, পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে মসজিদটি অবস্থিত। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস এখবর জানিয়েছে।
পাকিস্তানে প্রায় পাঁচ লাখ আহমদিয়া সম্প্রদায়ের লোকের বাস। ১৯৭৪ সালে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করে দেশটি। সুন্নি জঙ্গিরা প্রায়ই আহমদিয়াদের বাড়ি ও মসজিদে হামলা চালায়।
আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র সালিম-উদ-দিন জানান, মুসলিম অধ্যুষিথ হাসিলপুর গ্রামে বেশ কয়েকজন আহমদিয়া সম্প্রদায়ের লোকজন বাস করে। সেখানকার আদাপাকা মসজিদটি গত সপ্তাহে জেলা পুলিশ গুঁড়িয়ে দিয়েছে।
মুখপাত্র জানান, কর্তৃপক্ষের দাবি মসজিদটি অবৈধভাবে সরকারি ভূমিতে তৈরি করা হয়েছে। তবে তিনি এই অভিযোগ নাকচ করেছেন। এই বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।