Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

৪ মাস পর বিসিবি’র সভা আজ

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ঃ এক সঙ্গে অনেকগুলো এজেন্ডা গেছে জমে। হেড কোচ হাতুরুসিংহে সহ কোচিং স্টাফদের চুক্তি নবায়ন,দ্বি-স্তরের নির্বাচক কমিটির অনুমোদন তো আছেই, সঙ্গে হিথ স্ট্রিকের স্থলাভিষিক্ত হিসেবে নুতন বোলিং কোচ নিয়োগের ইস্যু। আইসিসি’র আসন্ন বার্ষিক সাধারন সভায় টেস্টের দ্বিতীয় স্তর অনুমোদনের যে শংকা আছে, টেস্টের দ্বিতীয় স্তরে আদৌ বাংলাদেশ খেলতে চাইবে কি চাইবে না,বোর্ড থেকেই তার মতামত নেয়াটাও জরুরী। এছাড়া সম্প্রতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আম্পায়ারিং এবং একটি ম্যাচের ফিকশ্চার পরিবর্তনের ইস্যু নিয়েও বোর্ডে আলোচনা হবে আজ। গত ফেব্রæয়ারীতে ত্রয়োদশ বোর্ড সভার চার মাস পর চতুর্দশ বোর্ড সভা আজ। এই সভাতেই ২০১৬-১৭ ক্রিকেট মওশুমে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট সূচী চূড়ান্তভাবে অনুমোদন দেয়ার কথা বিসিবি’র। আবাহনী-প্রাইম দোলেশ্বরের অমিমাংসিত ম্যাচ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহনকারী ক্লাব সমূহের বর্ধিত আর্থিক অনুদানও অনুমোদিত হওয়ার কথা গুরুত্বপূর্ন হয়ে ওঠা এই সভায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪ মাস পর বিসিবি’র সভা আজ

২২ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ