৪ মাস পর বিসিবি’র সভা আজ
প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম
বিশেষ সংবাদদাতা : আইসিসি’র সভাকে সামনে রেখে গত অক্টোবরে হয়েছিল বিসিবি’র সর্বশেষ সভা। এর পর আর হয়নি পরিচালনা পরিষদের কোন সভা। চার মাস পর এক স্তুপ এজেন্ডা নিয়ে আজ পরিচালনা পরিষদের সভা বসছে। দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে সভাটি। হবে এ বোর্ড সভা। এই সভায় বেশ প্রধান নির্বাচকসহ নির্বাচক কমিটির সকল সদস্যের মেয়াদ বৃদ্ধি, ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন ও টি-২০ বিশ্বকাপে জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে আলোচনা হওয়ার কথা। সদ্য সমাপ্ত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সফল আয়োজনের বিষয়টিও উঠবে বোর্ড সভায়। আইসিসি’র সর্বশেষ সভায় বিসিবি’র প্রাপ্তি নিয়েও হবে আলোচনা। জাতীয় দলের জন্য নতুন কম্পিউটার অ্যানালিস্ট নিয়োগের বিষয় অনুমোদন পেতে পারে। নতুন অ্যানালিস্ট হিসেবে নিয়োগ পেতে পারেন একজন ভারতীয়। বিসিবি হাই পারফরম্যান্সের অপারেশন্স ম্যানেজার স্টুয়ার্ট কার্পিননের পদত্যাগে তার শূন্যস্থান পূরনের বিষয়টিও আলোচনা হতে পারে। অনুমোদন হতে পারে আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে দলবদল। টি-২০ বিশ্বকাপে পুরুষ ও নারী ক্রিকেট দলের স্পন্সরশিপের অনুমোদন হওয়ার কথা বোর্ড সভায়। সভায় ২০১৯ সাল পর্যন্ত বিসিবি’র স্ট্যাটেজিক প্ল্যান অনুমোদিত হওয়ার কথা।
জয়ের সুবাস পাচ্ছে নর্থ জোন
স্পোর্টস রিপোর্টার : ৩য় দিন শেষে ইয়ুথ ক্রিকেট লিগে ভালো অবস্থানে আছে নর্থ জোন ও সেন্ট্রাল জোন। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সাউথ জোনের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করছে নর্থ জোন। দিন শেষে তারা ২ উইকেট হরিয়ে করে ৬২ রান। সর্বোচ্চ ৪৫ রান নাজমুল। আজ শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ৭৯ রান, হাতে আছে ৮ উইকেট। এর আগে দ্বিতীয় ইনিংসে ২১২ রানে গুটিয়ে যায় সাউথ জোন। সর্বোচ্চ ৬৯ রান করেন আশিক। নাজমুল ও রাকিব নেন যথাক্রমে ৩ ও ২টি করে উইকেট।
চট্টগ্রামের আরেক ভেন্যু এমএ আজিজ স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের দেওয়া ৩১৯ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ রান তুলতেই একটি উইকেট খুইয়ে বসেছে ইস্ট জোন। আজ তাদের প্রয়োজন আরো ৩১৮ রান হাতে ৯টি উইকেট। প্রথম ইনিংসে ইস্ট জোন যে ২৫২ রান তোলে তা মূলত ফয়সালের সেঞ্চুরির (১১৩) সুবাদে। সেন্ট্রালের হয়ে হৃহয় ৪টি ও জয়রাজ নেন ৩টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাইদ ও শাহনুরের বোলিং তোপে ১২১ রানেই গুটিয়ে যায় সেন্ট্রাল জোন। সাইদ ৪টি ও শাহনুর নেন ২টি করে উইকেট।