Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাদা পোশাকে গ্লাভস ‘ছাড়ছেন’ মুশফিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

উইকেটের পেছনে দাঁড়িয়ে অনেক সময়ই মনে করিয়েছিলেন কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট, মঈন খান ও মহেন্দ্র সিং ধোনিদের কথা। উইকেটরক্ষক হিসেবে বাংলাদেশের সেরা মুশফিকুর রহিমের সুদিন যাচ্ছে না অনেকদিন ধরেই। তাতে সমালোচনাও ছিল। এবার এই গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখ খুললেন ৩২ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে এখন থেকে আর কিপিং না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

এই সিদ্ধান্ত ইতিমধ্যেই জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে জানিয়েছেন তিনি। এক সময় কিপিংয়ের দায়িত্ব আঁকড়ে রাখা এই ক্রিকেটার এখন কাজের চাপ সামলানোকেই বড় করে দেখছেন, ‘টেস্টে কিপিং করতে খুব আগ্রহী নই। সামনের দিনগুলোতে অনেক খেলা। আমি সব ফরম্যাটেই খেলে থাকি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলে থাকি। সব কিছু বিবেচনায় নিয়েই মনে হয়েছে বাড়তি চাপ হয়ে যাচ্ছে আমার ওপর।’

দীর্ঘদিন বাংলাদেশকে সেবা দিতে চাইছেন মুশফিক। তার কথায়ই উঠে আসলো সেই প্রসঙ্গ। সব ফরম্যাটে খেলেন বলেই কিছুটা নির্ভার থাকতে চাইছেন কিপিংয়ের দায়িত্ব থেকে, ‘আমি দীর্ঘদিন সেবা দিতে চাই। যেহেতু সব ফরম্যাটেই খেলছি, তাই আমার চিন্তা-ভাবনারও সময় দরকার। শেষ ৫ বছরে গুরুতর ইনজুরি আক্রান্ত হয়তো হইনি, কিন্তু সেভাবে উল্লেখযোগ্য বিশ্রামও পাইনি। তাই সামনে এমন পরিস্থিতির মুখোমুখি হতে চাই না, যেখানে দুই এক সিরিজের জন্য আমাকে বিশ্রাম নিতে হয়।’

বিশ্রাম নিতে চান না বলেই কিছু দায়িত্ব নিজ থেকে ছেড়ে দিতে চাইছেন সাবেক এই অধিনায়ক, ‘তেমন সম্ভাবনা যাতে না দেখা দেয় সে কারণেই আমি আমার কাজের চাপ কমাতে চাই। আর সেটা সম্ভব টেস্টে কিপিং না করে। এ কারণে এমন সিদ্ধান্ত নেওয়া।’

দীর্ঘদিন ধরে মুশফিকের কিপিং নিয়ে সমালোচনা। বিশ্বকাপের পর থেকে তা বেড়ে গেছে আরও। মুশফিক অবশ্য জানিয়েছেন, টেস্টে কিপিং ছেড়ে দেওয়ার পেছনে এসব সমালোচনার কোনো ভূমিকা নেই, ‘সমালোচনা নতুন নয়, এক বছর ধরে এটা হচ্ছে এমনও নয়। সবাই তো সাকিব আল হাসান নয়, যে ব্যাট-বলে শতভাগ দিতে পারে। আমার ব্যাটিং আর কিপিং হয়তো একই মানের নয়। আমারও ত্রুটি থাকতে পারে। যদি সমালোচনাই সব কিছু হতো তাহলে সব ফরম্যাটেই কিপিং ছেড়ে দিতাম।’

মুশফিক আরও জানালেন ম্যানেজমেন্ট চাইলে টেস্টে কিপিংয়ের আপত্তি নেই তার, তবে সাদা পোশাকে আর গ্লাভস হাতে দাঁড়াচ্ছেন না এখন, ‘ম্যানেজমেন্ট চাইলে ভবিষ্যতে গ্লাভস হাতে দাঁড়াতে পারি। এটা তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কিন্তু এখন আমি টেস্টে কিপিং করতে চাই না।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুশফিক

১৮ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ