Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমা বানিয়ে ফতুর হয়ে এখন হোটেল বয়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

সিনেমা বানাতে গিয়ে সর্বস্ব খুইয়ে এখন তিনি রেস্টুরেন্টের বয়ের কাজ করছেন। অরণ্য পলাশ নামের এই নির্মাতা একটি সিনেমা নির্মাণ করেছেন। সিনেমাটির নাম গন্তব্য। এ সিনেমা নির্মাণ করতে গিয়ে তিনি তার সব সম্পদ হারিয়েছেন। অরণ্য পলাশ জানান, সিনেমাটির প্রযোজক আমি। তাই আমার সর্বস্ব শেষ করে সিনেমাটি নির্মাণ করেছি। বিভিন্ন জায়গা থেকে সুদে ঋণ নিয়ে, জমি বিক্রি, স্ত্রীর গয়না বিক্রি করে সিনেমাটির কাজ শেষ করেছি। সেন্সর পেয়েছি অনেক আগে। এখন এটি মুক্তির দেয়ার জন্য টাকা আমার কাছে নাই। পলাশ জানান, আমি উপায় না পেয়ে চ্যানেল আইয়ের কাছে সিনেমাটি বিক্রি করতে চেয়েছি। তারা প্রথম দিকে আমার সিনেমাটি ১০ লাখ টাকায় কিনতে চেয়েছিলেন। পরে তারা ৭ লাখ টাকা দিবেন বলে জানান। এখন তারা দিতে চাইছেন মাত্র ৪ লাখ টাকা। এরমধ্যে ৩ লাখ সিনেমার কপিরাইট এবং বাকি এক লাখ অনলাইন স্বত্ব। এত কম টাকায় সিনেমা বিক্রি করা আদৌ সম্ভব নয়। তিনি বলেন, এই সিনেমা নির্মাণ করতে গিয়ে আমি আমার সব হারিয়েছি। আমার আত্মীয়-স্বজন আমাকে ছেড়ে চলে গেছে। এমনকি আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গিয়েছেন। এত ত্যাগ শিকার করে যে সিনেমা নির্মাণ করলাম, সেটি এত কম মূল্যে বিক্রি করার চেয়ে বিক্রি না করাই ভালো। পলাশ জানান, তিনি এখন মিরপুরে একটি রেস্টুরেন্টে হোটেল বয়ের কাজ করছেন। তিনি বলেন, আমার নিজেকে চলতে হবে। আমি অনেক জায়গায় চাকরি খুঁজেছি। সবাই বলেছেন, আগে সিনেমা রিলিজ দাও তারপর। এভাবে তো চলতে পারে না। আমার পেট চালাতে হবে। তাই দৈনিক ২৫০ টাকা হাজিরা ও তিন বেলা খাওয়ার চুক্তিতে রেস্টুরেন্টে কাজ করছি। উল্লেখ্য, ছয় বন্ধু মিলে একটি চলচ্চিত্র নির্মাণ এবং সেই চলচ্চিত্রটি সারাদেশে প্রদর্শন করানোর ঘটনা নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনী। গল্পে আছে দুটি ভাগ, একটি শহরের, অন্যটি গ্রামের। এতে অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, জয়ন্ত চট্টেপাধ্যায়, কাজী রাজু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ