গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
‘অনৈতিক কর্মকাণ্ডে লিপ্তদের প্রশ্রয় দেয়া হবে না। অপকর্মকারী কাউন্সিলরদের শাস্তি পেতেই হবে। আমি কারো কাছ থেকে চাঁদা নেইও না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয়ও দেই না।’- সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের হুঁশিয়ারি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেছেন।
সাম্প্রতিক অভিযানে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে ডিএনসিসি সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে শনিবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজে এক সুধী সমাবেশে মেয়র প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
ফুটপাত দখলকারী ও ফুটপাত থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করে জানগণের কাছে ফিরিয়ে দেয়া হবে। বালি ফেলে অনেক খাল ভরাট করা হচ্ছে, সেগুলোও পুনরুদ্ধার করা হবে। জনগণের স্বার্থে প্রয়োজন হলে স্থানভেদে বাজার করে দেয়া হবে।’
নারীদের জন্য অভিযোগ বক্স তৈরি হচ্ছে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, নারীবান্ধব একটি ঢাকা করতে চাই। যেখানে নারীদের পরিচয় গোপন রেখে তাদের অভিযোগ আমলে নেবে সিটি কর্পোরেশন।
সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড সম্পর্কে তিনি বলেন, ওই ওয়ার্ডগুলোর রাস্তা অত্যন্ত সরু ও বেহাল। রাস্তাগুলো প্রশস্তকরণের পাশাপাশি ড্রেনেজ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। যার কাজ দুই মাসের মধ্যে শুরু হবে।
পুরো সিটি কর্পোরেশন এলাকাকে সিসি টিভির আওতায় আনা হবে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, অপকর্মরোধে সিটি কর্পোরেশন পুলিশকে সহায়তা করবে। পুলিশ জনগণের বন্ধু। জনগণেরও উচিত পুলিশকে সহায়তা করা।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সংসদ সদস্য আকবর হোসেন পাঠান, একেএম রহমতুল্লাহ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম, তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন প্রমুখ।
এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বনানী ও মহাখালীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।