Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

বৃষ্টির কবলে সিলেট শাবিতে আসা পরীক্ষার্থীরা বিপাকে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১:০০ পিএম

সকাল থেকেই টানা বৃষ্টির কবলে সিলেট। বৃষ্টির ভেজা ভাবে জবুথুবু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে ছেলে-মেয়েদের নিয়ে অভিভাবকরা পড়েছেন বিপাকে। সকালে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে উদ্বিগ্ন। অভিভাবকরা দাড়িয়ে আছেন বাইরে। পরীক্ষা শেষ হলে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই অপেক্ষা।

কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি মারাত্মক বিড়ম্বনায় ফেলেছে অভিবাবকদের। শনিবার সকাল সাড়ে ৯টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ ইউনিটের’ ভর্তি পরীক্ষা শুরু হয়। সিলেট সরকারী আলীয়া মাদরাসা ও মদন মোহন কলেজসহ কয়েকটি কেন্দ্রে দেখা গেছে পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের বাইরে দাড়িয়ে আছেন অভিভাকরা। কিন্তু থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বিপাকে পড়েন তারা। বৃষ্টি আসলেই অনেক অভিভাবককে দেখা গেছে দৌড়ে পার্শ্ববর্তী মার্কেট, দোকান ও যাত্রী ছাউনিতে আশ্রয় নিতে। আশ্রয় না পেয়ে অনেক অভিভাবককে আবার দেখা গেছে বৃষ্টিতে ভিজে ঠাঁয় দাড়িয়ে থাকতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ