পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
গ্যাং কালচার নিয়ে ভাবার সময় এখনই। দিন দিন তা যে পর্যায়ে পৌঁছেছে, তরুণ সমাজের জন্য তা অশনিসংকেত। এই কালচারের সঙ্গে যারা জড়িত, অধিকাংশই স্কুলপড়ুয়া তরুণ-তরুণী। এদের ভেতর অজানাকে জানার একটা কৌতূহল কাজ করে, সে থেকেই এসবে জড়ানো। তরুণ বয়সে কৌতূহল থাকা দোষের কিছু নয়। তবে সে কৌতূহলকে যদি একটি ভালো কাজে লাগানো যায়, তারা একদিন দেশের জন্য অমূল্য সম্পদে পরিণত হবে নিঃসন্দেহে। তবে ভুল পথে পা বাড়ালে কী গতি হবে, তা তাদের বোঝার কথা নয়। তাই এ বিষয়ে যত্ম নিতে হবে পরিবার ও তার শিক্ষকদের। বিশেষ করে নৈতিক শিক্ষা জোরদার করতে হবে। দেখা যায়, এসব গ্যাংয়ে জড়িতরা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে বা বিভিন্ন স্থানে অহেতুক ঘোরাঘুরি করে। নেশা জাতীয় বিভিন্ন দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। বাবা-মার উচিত, সন্তানের হাতে বেশি টাকা না দেওয়া। শুরু থেকেই তাকে বুঝিয়ে দেওয়া, সে যা চাইবে তা পাবে না। এখানে থাকতে হলে পরিবারের রুলস মেইনটেইন করে থাকতে হবে। সন্তান আপনার, তাই সবচেয়ে বেশি যত্ম আপনাকেই নিতে হবে। প্রশাসনের কাছেও নিবেদন, আপনারা স্কুল টাইমে কিশোর গ্যাংয়ের আস্তানাগুলোতে নজর রাখুন। তাদের মদদদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনুন। মদদদাতাদের ধরতে পারলে এদের ঠেকানো সবচেয়ে সহজ হবে।
সিরাজুল মুস্তফা
শিক্ষার্থী, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।