Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ৪:০৯ পিএম

ময়মনসিংহের ফুলপুরে আমুয়াকান্দা বাজারে আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়। অস্বাস্থ্যকর পরিবেশ ও অতিরিক্ত ওজনের মিষ্টির কার্টন রাখার অপরাধে হাবিবা হোটেলকে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশর জন্য হারুন বেকারীকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে স্বর্ণা মেডিকেল হলকে ৭ হাজার ও শাহাবুদ্দীন ড্রাগ হাউজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার আইন সম্পর্কে ধারণা দেয়া হয়।

বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা আদায় করেন।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মঞ্জুরুল হক জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে অস্বাস্থ্যকর পরিবেশ, অতিরিক্ত ওজনের মিষ্টির কার্টন,মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে এই ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক) মোঃ মঞ্জুরুল হক, এসআইটি শামছুল হক, ফুলপুর থানার এসআই তুষারসহ পুলিশ প্রশাসন।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে ফুলপুরে বিভিন্ন হোটেল ও বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করে আসছে। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোক্তা অধিকার

২৫ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ