বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের চাঞ্চল্যকর নারী শ্রমিক কাজলী হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, কাজল রেখা কাজলী (৩২) ফরিদপুরের মধুকালী উপজেলার রাজধরপুর প্রাইড জুট মিলে দুই বছর ধরে শ্রমিক হিসাবে চাকুরী করতেন। সেখানে যাতায়াতের পথে নছিমন চালক চুন্নু সিকদার ঝড়–র সাথে পরিচয় হয় কাজলীর। গত ১৬ অক্টোবর রাতে ঝড়– মোবাইল ফোনে তাকে মিলের পাশে একটি কলা বাগানে ডেকে নেয়। পরে ঝড়–সহ অপর চার যুবক নামুল, ইসলাম, আতিয়ার ও নয়ন সকলে মিলে ধর্ষণ করে কাজলীকে। বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে কাজলীকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করে এ ৫ ধর্ষক। পর দিন কাজলীর মৃত দেহ সেখানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে মধুখালী থানা পুলিশ ও ফরিদপুর পুলিশ আসামীদের ধরতে জোর তৎপরতা শুরু করে।
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার গুলশান থেকে নছিমন চালক চুন্নু সিকদার ঝড়–কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নামুল, ইসলাম ও আতিয়ারকে গত রাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্ততারকৃত ৪ আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।