Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেকুয়ায় র‌্যাবের অভিযান ৭টি অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ৩:০৯ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজখালীতে অভিযান চালিয়ে সাতটি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সুন্দরীপাড়া গ্রামে এ অভিযান চালায় র‌্যাব।

এসময় আনছার ওরফে আনছার ডাকাত (৪০) ও আবুল কাশেম ওরফে কাছিমকে (৩৮) গ্রেফতার করা হয়। পরে তাদের দেখানো মতে চারটি ওয়ানশুটার গান, তিনটি এসবিবিএল এবং ৩৮ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায় তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে সু-কৌশলে বিভিন্ন এলাকা থেকে অবৈধ অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করে বিভিন্ন গ্রæপের কাছে বিক্রি করে আসছে। এছাড়া তাদের বিরুদ্ধে লবণের মাঠ দখল, চিংড়ির ঘের দখল ও মাছ ধরার নৌকা থেকে চাঁদাবাজিসহ সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ আছে।

আনছার ডাকাতের বিরুদ্ধে কক্সজারের বিভিন্ন থানায় ১৭টি এবং আবুল কাশেমের বিরুদ্ধে ছয়টির অধিক মামলা রয়েছে বলে জানা যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ