পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দাবি মানার জন্য সরকারকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।দাবি না মানলে প্রাথমিক সমাপনী ও বার্ষিক পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন শিক্ষকরা।
আজ বুধবার সকালে শহীদ মিনারে তাদের পূর্বনির্ধারিত সমাবেশ করতে দেয়নি পুলিশ। পরে কিছু শিক্ষক শহীদ মিনারে গিয়ে কর্মসূচি ঘোষণা করেন।
সরকারি প্রাথমিক শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে বেতন বৈষম্য নিরসনে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের ঘোষণা। এ ঘোষণা না আসলে প্রাথমিক সমাপনী ও বার্ষিক পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন।
আন্দোলনরত সরকারি প্রাথমিক শিক্ষকদের ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে দেয়নি পুলিশ। আজ বুধবার শিক্ষকদের সমাবেশ করার কথা ছিল। তবে পুলিশ আগে থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ঘিরে রাখায় বাধা পেয়ে শিক্ষকরা সেখানে প্রবেশ করতে পারেনি।
সকাল ১১টায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার শিক্ষক শহীদ মিনার এলাকায় জড়ো হন। পরে তারা সড়কে অবস্থান নেন। শিক্ষকদের কয়েকজন পরে শহীদ মিনারে তাঁদের এ আল্টিমেটাম ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।