Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলনগরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন। সভাপতি মোঃ কামরুল হাসান সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ৪:৪০ পিএম | আপডেট : ৪:৪৪ পিএম, ১৯ জুন, ২০২১

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কমলনগর শাখার পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে।বুধবার দুপুর ১ টায় উপজেলার হাজির হাট ফাজিল ডিগ্রী মাদরাসা মিলনায়তনে 'কাউন্সিল অধিবেশন ২০২১'র মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি ও প্রধান শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে ও গোপন ব্যালটের মাধ্যমে ভোট দানের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশন শেষ হয়।
(আজ)শনিবার(১৯ জুন)৫১ সদস্য বিশিষ্ট কমিটি চুড়ান্ত ঘোষনা করা হয়েছে।কমিটিতে সভাপতি পদে মোঃ কামরুল হাসান (প্রধান শিক্ষক)সাধারণ সম্পাদক পদে(মোঃ শরীফ উদ্দিন (সহকারি শিক্ষক) অন্যান্যের মধ্যে নির্বাহী সভাপতি পদে নুরুল আমিন,সিনিয়র সহ সভাপতি সফিকুল কামাল,আবদুল হাসিম,রেহেনা জামান;সহ সভাপতি আজিজুল ইসলাম, যুবরাজ মজুমদার,মাহফুজুল হক,আয়েশা আক্তার,ফয়জুন নাহার;নির্বাহী সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম,সিনিয়র যুগ্ম সম্পাদক ইবরাহীম হোসেন,বিরেশ্বর চক্রবতী; যুগ্ম সম্পাদক কাজী মুহাম্মদ ইউনুছ,আবু তাহের ফরাজি,শাহিনুর আক্তার,সহ সম্পাদক মাকছুদুর রহমান,মোঃ নুরুজ্জামান,চৌধুরী সালমা সুলতানা; সাংগঠনিক সম্পাদক হাসান মোরশেদ( সহকারি শিক্ষক) সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল ;অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন(প্রধান শিক্ষক),মহিলা সম্পাদক নাহিদা ঝুমুর;সহ মহিলা সম্পাদক বিবি ফাতেমা; সহ অর্থ সম্পাদক হেলাল উদ্দিন;দপ্তর সম্পাদক আহমদ মোস্তফা;শিক্ষা সম্পাদক দেলোয়ার হোসেন ;সাহিত্য সম্পাদক মিঠু চন্দ্র ;ধর্ম সম্পাদক একেএম শাহজাহান ;সাংস্কৃতিক সম্পাদক দীপা রানী;যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ ইউনুস;প্রচার সম্পাদক সুমন কান্তি; সমাজ কল্যাণ সম্পাদক আজাদ উদ্দিন ;মিডিয়া সম্পাদক মিজান;আইসিটি সম্পাদক শরীফ মোল্লা;প্রকাশনা সম্পাদক আবদুস সহিদ;ক্রীড়া সম্পাদক আবু ছাঈদ,সহ ক্রিড়া সম্পাদক ফারুক হোসেন;বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফরহাদ হোসেন; ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ;আইন সম্পাদক গোলাম মোস্তফা ;সমবায় বিষয়ক সম্পাদক মহি উদ্দিন;পরিবেশ সম্পাদক ফিরোজ মাহমুদ; পরিকল্পনা সম্পাদক মোঃ নুর নবী; নাট্য সম্পাদক নাহিদা আক্তার; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ শামিম; নির্বাহী সদস্য আবদুর রহমান সেলিম, ফখরুল ইসলাম, ইফতেখার মাহমুদসহ ৫১ সদস্যের কমিটি চুড়ান্ত করা হয়েছে।
কাউন্সিল অধিবেশনের প্রথম দিনে (বুধ বার)প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আমিন। কাউন্সিলের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা ও জেলা কমিটির সভাপতি মোঃ সামছুদ্দীন বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ আবদুল কাদের, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শেখ,নাট্য সম্পাদক কাজী মুহাম্মদ মোস্তফা, অন্যান্যের মধ্যে বক্তব্যের রাখেন মোঃ জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, আফরোজা আক্তার,আনোয়ার হোসেন মোরশেদ।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলা উদ্দিন আলো,বিশেষ বক্তা মোঃ সফিকুল ইসলাম সবুজ।
কমলনগর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় সহ সভাপতি আবদুর রহমান সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক কামরুল হাসান, সদস্য সচিব শরিফুল ইসলাম, আয়েশা আক্তারসহ জেলা ও পার্শ্ববর্তী উপজেলা সমুহের শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবিসমুহ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, নব গঠিত প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,মাধ্যমিক শিক্ষক সমিতি,মাদরাসা শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ