Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে ২০৩টি সহকারী প্রাথমিক শিক্ষক পদে প্রার্থী ৬২ হাজার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

বরিশাল জেলার ১০টি উপজেলার দেড় সহস্রাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২শ’ সহকারী শিক্ষকের শূন্য পদে ৬২ হাজার প্রার্থী ২১ জুন ও ২৮ জুন বাছাই পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার জেলায় ১টি সহকারী শিক্ষকের পদের বিপরিতে প্রার্থী ৭৫ জন করে। তবে বরিশাল সদর উপজেলায় মাত্র ১টি পদের বিপরিতে এবার প্রার্থী ১৫ হাজার। ফলে আবেদনকারী বেশিরভাগ প্রার্থী ইতোমধ্যে চরমভাবে হতাশায় ভুগছেন।

স¤প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের শূন্য পদে নিয়োগ প্রদানের সিদ্ধান্তের পরে লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে। যার মধ্যে বরিশাল সদর উপজেলার ২০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নগরীর বীনাপানি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ১টি পদ শূন্য রয়েছে। আর সদরের একমাত্র এ পদটির বিপরিতে আবেদন করেছে ১৫ হাজারেরও বেশি প্রার্থী।

ফলে এবারের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা নিয়েই হিমশিম খাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ জেলা প্রশাসনও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সহকারী প্রাথমিক শিক্ষক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ