বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রাম পুলিশ মঙ্গলবার রাতে বিভিন্ন অভিযোগে ৪৬জনকে গ্রেফতার এবং ৯টি মামলা দায়ের করেছে। (২৩অক্টোবর) বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
জানা যায়, নিয়মিত মামলা ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মঙ্গলবার রাতে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামী ১৫জন, নিয়মিত মামলায় ১৬জন এবং পূর্বের মামলায় ১২জন, ফৌজদারী কার্যবিধি ১৫১ধারায় ৩জনসহ মোট ৪৬জনকে গ্রেপ্তার করে। এছাড়াও মাদক মামলা ৩টি, খুনের মামলা ১টি,নারী ও শিশু নির্যাতন মামলা ১টি, জুয়া মামলা ২টি এবং অন্যান্য মামলা ২টিসহ মোট ৯টি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, সরকার ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পদ্ধতি গ্রহণ করেছে। তারই প্রেক্ষাপটে অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।