পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বোরহানউদ্দিন উপজেলা সদরে মহানবী (সা.) অবমাননার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের নির্বিচার গুলি বর্ষণে ভয়াবহ ও পৈশাচিক হতাহতের ঘটনায় দেশবাসি বিস্মিত হতবাক ও ক্ষুব্ধ। পুলিশের এমন মারমুখী আচরণ সা¤প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দিতে উস্কানিমূলক এবং ক্ষমার অযোগ্য নিষ্ঠুরতা। মুসল্লি হত্যাকান্ডের ঘটনায় দায়ী পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মহানবী (সা.) এর অবমাননাকারী ভোলার বিপ্লব চন্দ্র শুভকে কঠোর শাস্তি দিতে হবে।
আল্লাহ ও মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলার বোরহান উদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও শতাধিক আহতের প্রতিবাদে ঢাকায় তাৎক্ষণিকভাবে সর্বদলীয় বিক্ষোভ সমাবেশ ও বিভিন্ন ইসলামী দলের সভা-সমাবেশ ও বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সর্বদলীয় বিক্ষোভ মিছিল
আল্লাহ ও মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলার বোরহান উদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনার প্রতিবাদে ঢাকায় তাৎক্ষণিকভাবে সর্বদলীয় বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইসলামী দল। রোববার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ জমিয়তে উলামায়ে ইসলামের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, আলহাজ শেখ গোলাম আসগর, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আজিজুর রহমান হেলাল, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা আবদুল গাফফার ছয়ঘরি, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মতিউর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, মাওলানা নূর মুহাম্মদ, হেদায়েতুল ইসলাম, ইমরানুল বারী সিরাজী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় দফতর সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল, ঢাকা মহানগরী সেক্রেটারী মাওলানা আজীজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মুফতি আবদুল মুমিন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি তোফায়েল গাজালী ও আমীর আলী হাওলাদার প্রমুখ।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
নেছারাবাদী হুজুর
ভোলায় সংঘটিত পুলিশ মুসল্লি সংঘর্ষ ও হতাহতের ঘটনায় হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.)এর একমাত্র ছাহেবজাদা হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের বেপরোয়া গুলি ও হামলার যে ন্যাক্করজন ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনায় যারা শাহাদত বরণ করেছেন তাদের জান্নাতে উঁচু মাকাম কামনা করছি এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
নেছারাবাদী হুজুর সব পক্ষকে শান্ত থাকার এবং জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহŸান জানিয়ে বলেন,এই ন্যাক্কারজনক ঘটনায় অবশ্যই আমরা ক্ষুব্ধ ও মর্মাহত। আমরা বোরহানউদ্দিনবাসীকে আইন নিজের হাতে তুলে না নিয়ে ধৈর্র্য্য ও ত্যাগের মাধ্যমে বিষয়টি মোকাবেলার উদাত্ত আহŸান জানাই।
পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ভোলার বোরহানুদ্দিনে নবীপ্রেমিক জনতার ওপর পুলিশের গুলি বর্ষণে শতাধিক মুসল্লি আহত ও নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ভোলার বুরহানুদ্দিনে আল্লাহ ও রাসূল (সা.) কে নিয়ে একটি পক্ষ বার বার উস্কানি দিয়ে যাচ্ছে। এরা কারা? তিনি বলেন, প্রশাসন কার স্বার্থে নবীপ্রেমিক জনতার ওপর পাখির মত গুলি করে নবীপ্রেমিক মুসল্লিদের আহত এবং নিহত করেছে? সরকার কোনভাবেই এর দায়ভার এড়াতে পারবে না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বোরহানুদ্দিনে তৌহিদী জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে আজ সোমবার বিকেলে ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে এবং ২৫ অক্টোবর শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। একই দিন শহীদদের স্মরণে সারাদেশের মসজিগুলোতে দোয়া অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম।
ইসলামী ঐক্যজোট
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পাটির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী মহানবীর (সা.) সম্পর্কে ফেসবুকে আপত্তিকর ট্যাটাস পোষ্ট করার বিরুদ্ধে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা সদরে আয়োজিত শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে পুলিশের নির্বিচারে গুলি বর্ষণে ভয়াবহ ও পৈশাচিক হতাহতের ঘটনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেছেন, এধরনের নির্মম ঘটনা সংঘটিত হওয়ায় দেশবাসি বিস্মিত হতাশ, হতবাক ও ক্ষুব্ধ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
ভোলায় তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলি বর্ষণে মুসল্লি হতাহতের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জমিয়ে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। তিনি বলেছেন, পুলিশের এমন মারমুখী আচরণ সা¤প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দিতে উস্কানিমূলক এবং ক্ষমার অযোগ্য নিষ্ঠুরতা।
এক বিবৃতিতে জমিয়ত মহাসচিব আরো বলেছেন, ইসলাম অবমাননার মতো এমন স্পর্শকাতর ঘটনার প্রতিবাদ সমাবেশে পুলিশের কর্তব্য ছিল শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করা। অথচ পুলিশ অত্যন্ত নির্দয়ভাবে তাওহিদী জনতার উপর শত্রæর মতো ঝাঁপিয়ে পড়েছে। তিনি পুলিশের এমন ভূমিকার তীব্র নিন্দা এবং দায়ীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক কঠোর শাস্তি দাবি জানান।
নেজামে ইসলাম
ভোলার বোরহান উদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইসলামী ঐক্য আন্দোলন
ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী ও সাধারণ সম্পাদক ড. মওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ এক যুক্ত বিবৃতিতে ভোলায় পুলিশের গুলিতে মুসল্লি শাহাদাত ও আহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ৯০ভাগ মুসলমানের দেশে রাসূল (সা.) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভকারী মুসল্লিদের উপর পুলিশের গুলি ও নিহতের ঘটনা কোন স্বাভাবিক ব্যাপার নয়। নেতৃদ্বয় ঘটনায় দায়ী পুলিশ সদ্যসদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি ও রাসূল (সা.) কে কটুক্তিকারী যুবককে আইনি আওতায় আনার দাবি জানান।
বাংলাদেশ খেলাফত মজলিস ভোলায় আয়োজিত সমাবেশ ও মিছিলে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক । তারা বলেন, আল্লাহ ও রাসুল (সা.) এর বিরুদ্ধে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান জাতীয় সংসদে পাস করতে হবে।
বাংলাদেশ খেলাফত আন্দোলন
ভোলায় রাসূল (সা.) কে অবমাননা করার প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বাধা এবং নির্বিচারে গুলিকরে ৪ জনকে শহীদ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।
তিনি বলেন, শতকরা ৯৫% মুসলমানের দেশে বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহম্মাদ (সা.) এর অবমাননা বরদাশত করা হবে না। অভিযুক্ত কটুক্তিকারীর বিচার করা না হলে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে।
গতকাল রোববার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে ভোলায় পুলিশের গুলিতে হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা সংলগ্ন চৌরাস্তায় এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।
এছাড়া ভোলায় পুলিশের গুলিতে মুসল্লি হতাহতের ঘটনার তীব্র প্রতিবাদ নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে আরো যেসব নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতি দিয়েছে তারা হচ্ছে, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত আমিনী, কওমী মাদরাসার শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মুফতী আব্দুল কাইয়ূম সোবহানী ও মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতী মো. ফখরুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।