বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠি সদর হাসপাতালে তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভর্তি হওয়া রোগী, রোগীর স্বজন এবং চিকিৎসক-কর্মচারীরা। গত বৃহস্পতিবার সকালে মাটির নিচে পাম্পের পাইপ ফেটে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে হাসপাতালের টয়লেটগুলো। রোগীরা বাধ্য হয়ে দূর থেকে পানি সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ সারছেন। এছাড়া আবাসিক চিকিৎসকদের ভবনগুলোতেও পানি সরবরাহ বন্ধ হওয়ায় তারও পড়েছেন দুর্ভোগে।
সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, পানির পাম্পের সমস্যা দেখা দেয়ার পরপরই বিষয়টি জানিয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেয়া হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।