Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুমতি নদী ড্রেজিংয়ের পর খুলনায় পানি সরবরাহের দাবি

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীতে পানি সরবরাহের জন্য মধুমতি নদী থেকে খুলনা ওয়াসা যে প্রকল্প গ্রহণ তাহা বাস্তবায়ন করতে হলে মধুমতি নদী ড্রেজিং করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট ও মধুমতি নদী সুরক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ।
সংগঠনের আহŸায়ক এসএম শাহনওয়াজ আলী ও সদস্য সচিব এসএম ইকবাল হোসেন বিপ্লব স্বাক্ষরিত বিবৃতিতে জানিয়েছেন, এই প্রকল্পের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় মিষ্টি পানির উৎস্য মধুমতি নদী ও সংলগ্ন খাল-বিল জলাশয়গুলো হুমকির মধ্যে পড়বে। ইতিমধ্যে নদীটি তার স¦াভাবিক গতি হারিয়েছে এবং সংলগ্ন খালগুলো ভরাট হয়ে গিয়েছে। বর্ষা মৌসুমে মিষ্টি পানি সংরক্ষণকারী টুঙ্গিপাড়া, চিতলমারী ও মোল্লাহাট উপজেলার বিলগুলো এই নদীর মিষ্টি পানির প্রধান উৎস্য। যাহা শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় এবং নদীতে পানি নামতে পারে না। সে কারণে এই প্রকল্প বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে বিভিন্ন শাখা নদী-খালের মাধ্যমে লবণ পানি প্রবেশ করবে। যার ফলে ঐ অঞ্চলের কৃষি ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব পড়বে এবং পানি সরবরাহ বিঘœত হবে। এ অবস্থা থেকে উত্তোরণ ঘটাতে হলে মধুমতি নদী ডেজিং, সংলগ্ন খালগুলো পুনঃখনন এবং মিষ্টি পানি সংরক্ষণের জন্য বিলগুলোর পানি যাহাতে সংরক্ষিত থাকে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মধুমতি নদী ড্রেজিংয়ের পর খুলনায় পানি সরবরাহের দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ