Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ২:৩৫ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অর্থ আত্মসাৎ মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ার হোসেন হাওলাদার (৬৭) কে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আনোয়ার উপজেলার দেবীপুর গ্রামের মৃত: হাকিম হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানাযায়, বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাৎ করায় ২০১১সালের জি আর ১০৬/১১ মামলায় পিরোজপুর যুগ্ন দায়রা জজ আদালত - ২ এর বিচারিক হাকিম গোলাম ফারুক ২/২/১৬ তারিখ আসামী আনোয়ারকে তার অনুপস্থিতিতে ১বছরের কারাদন্ড ও ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। পলাতক সাজাপ্রপ্ত আসামী আনোয়ারকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেবীপুর গ্রাম থেকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মো.মাসুদুজ্জামান মিলু জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ার দীর্ঘদিন পালিয়ে ছিল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ