Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরের শিবচর থেকে কালাবাহিনীর নেতা পলাশকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১:৫২ পিএম | আপডেট : ২:০১ পিএম, ১৯ অক্টোবর, ২০১৯

বরিশালের র‌্যাব-৮’র একটি অভিযানিক দল মাদারীপুরের শিবচর উপজেলার বাগমারা এলাকা থেকে শুক্রবার গভীর রাতে হত্যা, অপহরণ এবং ডাকাতি মামলার আসামী ও চরমপন্থী দল ‘কালো বাহিনী’র নেতা পলাশ মাতব্বর’কে গ্রেফতার করেছে। সে বিভিন্ন থানায় এজাহারভূক্ত ৭টি মামলার আসামী বলে র‌্যাব সূত্রে বলা হয়েছে।
পলাশ দীর্ঘদিন ধরে অপহরন, খুন এবং ডাকাতি করে আসছিল। খুন করার পর সে ভারতে পালিয়ে যেত এবং সেখানে কিছুদিন অবস্থানের পর পুনরায় তার নিজ এলাকায় এসে খুন, ডাকাতি সহ সন্ত্রাসী কার্যকালাপ করছিল। এছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে সে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। পলাশকে গ্রেফতারের পরে তল্লাশী চালিয়ে তার হেফাজতে রাখা ১৯৭ পিস ইয়াবা, ৯ রাউন্ড গুলি সহ ২টি পিস্তল ও ৪টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।
আসামী পলাশ মাতব্বর গ্রেফতার হওয়ায় এলাকার লোকজন যথেষ্ঠ খুশি। র‌্যাবের ডিএডি মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে এ ব্যাপারে মাদারীপুরের শিবচর থানায় মামলা দায়ের করেছে বলে জানা গেছে।



 

Show all comments
  • দীনমজুর কহে ১৯ অক্টোবর, ২০১৯, ২:৪১ পিএম says : 0
    এইসব কালাবাহিনীরা চরমপন্থি।এদের দাপটে এলাকার মানুষ ভীতসন্ত্রস্ত।এরা কোন দলের নয়।এরা যেন সাস্তিপায়। বুজতেই পারছেন এলাকার মানুষ কেন খুশি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ