Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওষুধের পাতায় মূল্য সংযোজন চাই

| প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ওষুধ কোম্পানির ট্যাবলেট বা ক্যাপসুলের পাতায় মূল্য লেখা থাকে না। প্রেসক্রিপশন যখন কোনো ফার্মেসিতে দেওয়া হয় তখন প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নেওয়া হয় কিন্তু সাধারণ মানুষ কোন ওষুধের মূল্য কত এটা আর জানতে পারে না। ওষুধের পাতায় মূল্য না থাকার কারণে সাধারণ মানুষ ওষুধের মূল্য বুঝতে পারে না, তাই বিক্রেতারা তাদের ইচ্ছেমতো দাম নেয়। ফার্মেসির কিছু অসাধু বিক্রেতা সামনে ক্যালকুলেটর মেশিন নিয়ে বসে থাকে আর ইচ্ছেমতো সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। কিছুদিন আগে ঝিনাইদহ শহরের দরিদ্র রিকশাচালক সিরাজ উদ্দিন তার সিজারিয়ান স্ত্রীর জন্য রিকশা বিক্রি করে ওষুধ কিনতে একটি ফার্মেসিতে যায়। কিন্তু তিনি কোন ওষুধের কত দাম তা সঠিক জানেন না। তার কাছ থেকে ১৫ টাকার ওষুধের দাম নিয়েছে ৬০০ টাকা। ওষুধের পাতায় মূল্য না থাকার কারণে ক্রেতা ও রোগীদের কাছ থেকে ইচ্ছামতো বিভিন্ন ওষুধের দাম নিচ্ছে ফার্মেসি মালিকরা। তাই এর দ্রুত প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আরিফ ইকবাল নূর
ঢাকা বিশ্ববিদ্যালয়।



 

Show all comments
  • MOHAMMAD MOTALEB ১৭ অক্টোবর, ২০১৯, ২:৪৩ পিএম says : 0
    this is right 100%
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন