Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা ছেড়ে কুষ্টিয়া কলেজে আবরারের ছোট ভাই : সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ১১:১৭ এএম

ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। এখন থেকে সে কুষ্টিয়া সরকারি কলেজে পড়বে। মঙ্গলবার বিশেষ ব্যবস্থায় সে আবেদন করেছে এবং তার ছাড়পত্র মঞ্জুর করা হয়েছে। ঢাকা ছেড়ে কুষ্টিয়া কলেজে আবরারের ছোট ভাই ভর্তি হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেটিজেনরা।

আতিকুর রহমান আবির তার ফেইসবুকে লিখেন, ‘আবরারের ছোট ভাই ঢাকা কলেজ থেকে বিদায় নিলো, কারণ তার বাবা-মা তার নিরাপত্তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকবে বলে। আবরারের অনেক স্বপ্ন ছিলো ছোট ভাইটাকে নিয়ে, আবরার চেয়েছিলো ছোট ভাইটাকে মানুষের মত মানুষ বানাবে। সমাজে অনেক উচ্চ স্থানে দাঁড় করাবে। ও ছিল ওর ছোট ভাইয়ের মাথার ছাতি। আজ ভাই নেই, ওকে দেখাশোনা কে করবে? ওকে ঢাকা শহরে অনুপ্রেরণা কে যোগাবে? যার জন্য ও আজকে বিদায় নিলো।’

‘ঠিকই আছে। ঢাকা কলেজ প্রথম সারির নেতৃবৃন্দের কলেজ। এখানে যে কোন সমস্যা ঘটানো কোন ঘটনাই না। নিজের নিরাপত্তার দায়িত্ব আমাদের দেশে অনেকটা নিজেদেরই।’ - মেহেদী হাসানের মন্তব্য।

ফায়াজের প্রতি শুভ কামনা জানিয়ে এমডি সরওয়ার গোসাইন লিখেন, ‘আমাদের ক্ষমা করো ভাই ফায়াজ, তোমার ভাইয়ের প্রতি যে নির্মম নিষ্ঠুরতা করা হয়েছে, তা যেন আর কারো জীবনে না আসে। তুমি এবং তোমার পরিবার যেখানেই থাক, ভাল থাকো।’

‘শিক্ষার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, বেঁচে থাকলে শিক্ষা অর্জনের অনেক সুযোগ আসবে।’ - লিখেছেন রেহমা রুপাঞ্জিল সুবহা।

আবরার ফাহাদ ও ফায়াজের ছবি শেয়ার করে শাহ জালাল জনি লিখেন, ‘শান্তনা দেওয়ার মতো কিছু নেই। তোমার জন্য শুভ কামনা রইলো। শোক কাটিয়ে উঠা তোমার জন্য কঠিন। তবুও দোয়া রইলো।’

‘সঠিক সিদ্ধান্ত। সে এখন আর বড় ভাই নামক গাছের ছায়া পাবে না। এখানে থাকলে বারবার ভাইয়ের কথা মনে পড়বে। ভালো বাবা মায়ের সাথে থাকুক। প্রত্যেক বাবা মায়ের উচিত নিজ নিজ সন্তানদের নিজেদের কাছে রেখে সুশিক্ষা দেওয়া। ‘ - লিখেছেন শরীফুল ইসলাম।

দেলোয়ার হোসাইনের প্রশ্ন, ‘যে শহরের শিক্ষাঙ্গনে জীবনের কোন মুল্য নেই, সেখান থেকে কি আর শিক্ষা নিতে পারতো?’

মাহমুদুল হাসান টুইটারে লিখেন, ‘কি বলে দেব সান্তনা ? বেঁচে থাকো ভাই। অনেক বড় হতে হবে তোমাকে। তোমার জন্য রইলো দোয়া ও ভালোবাসা। শোককে শক্তিতে পরিণত করে অনেক বড় মানুষ হতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ