পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর উত্তর বাড্ডা দারুল হুদা আল ইসলামিয়া মাদরাসার শিক্ষক সাইফুল ইসলাম এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারে দাবি, একটি গাড়িযোগে মাদরাসার সামনে থেকে তাকে তুলে নেয়া হয়েছে সাইফুলকে। তবে কে কারা তাকে তুলে নিয়ে গেছেন সেটি নিশ্চিত নয় পরিবার। এ ঘটনায় নিখোঁজ মাদরাসা শিক্ষকের বাবা মো. সিদ্দিক উল্লাহ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজের ভাই আবীর মাসুস জানান, চলতি মাসে ৮ তারিখে মাদরাসার সামনে থেকে গাড়িযোগে তার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে তার আর কোন হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা থানায় একটি জিডি করেছেন। ভাইয়ের হদিস না মেলায় উৎকণ্ঠায় দিন পার করছে পরিবারটি। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। পরিবার জানায়, যে গাড়িতে করে তুলে নেওয়া হয় সেটির সম্ভাব্য নাম্বার ৫১-১১৩৩ অথবা ৫২-১১৩৩। বাড্ডা থানা পুলিশ জানায়, এক মাদরাসা শিক্ষকের নিখোঁজের ঘটনায় জিডি করেছেন তার পরিবার। বিভিন্ন সূত্র ধরে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।