Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটপাথ ও রাস্তা দখলমুক্ত করুন

| প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ঢাকার রূপনগর, পূরবী, পল্লবী, মিরপুরের অলিগলি, প্রধান সড়কসহ সর্বত্র ভ্যানগাড়িতে কাপড়চোপড়, চা-বিস্কুট, কলা, মাছ, মুরগি, ফরমালিন দেওয়া ফল, সবজি, পেঁয়াজ, রসুন নিয়ে হকাররা দখল করে বসে আছে। কোনো কোনো দোকানি ফুটপাতে ফার্নিচারও রেখেছে। অনেক দোকানি ও মার্কেট মালিক সমিতি হকারদের কাছে ফুটপাত ও সামনের রাস্তা ভাড়া দিয়ে অবৈধভাবে উপার্জন করছে। জনগণের পথচলার অধিকার বাস্তবায়নে ঢাকার দুই মেয়রের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। জনস্বার্থে এ ব্যাপারে দায়িত্বশীলরা দায়িত্ব পালন করবেন তা আশা করি।
লিয়াকত হোসেন খোকন
মিরপুর, ঢাকা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন