গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর উত্তরখানের বালুর মাঠ এলাকায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রিয়াদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিহত কিশোরের দুই ভাই শামীম (২৭) ও রিজন (১৮) আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
তিনি জানান, উত্তরখানের বালুর মাঠ এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে চাচাতো ভাই স্বপনসহ আরও অনেকে মিলে পারিবারিক কোনো বিষয় নিয়ে তিন ভাইকে ছুরিকাঘাত করে।
আহত অবস্থায় শামীম, রিজন ও রিয়াদকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রিয়াদ মারা যায়। এই ঘটনায় আসামি স্বপনও আহত হয়েছেন। তিনি কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।